ডোনেশন
আমাদের ব্যায়ের ক্ষেত্রসমূহ
- প্রতি রমজানে বায়তুল মাকদিসে অবস্থানরত মুসলমানদের কাছে আমাদের ভালোবাসার প্রতীক হিসেবে (নগদ অর্থ প্রদান) উপহার সামগ্রী পৌঁছে দেওয়া।
- বাংলাদেশে অবস্থানরত ফিলিস্থিনি মুসলিম শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্যারিয়ার গঠন কেন্দ্রিক সহায়তা প্রদান করা।
- বায়তুল মাকদিস ফাউন্ডেশনের কার্যক্রম সমূহ বাস্তবায়ন করা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুক্তদাসী মায়মূনাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! বায়তুল মাকদিসের ব্যাপারে আপনার পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ কী? রাসূলুল্লাহ (সঃ) বললেন এটি এমন জায়গা যেখানে পুনুরুত্থান ও হাশর হবে। তোমরা সেখানে যাও ও নামাজ আদায় করো। কেননা সেখানে আদায়কৃত নামাজের সাওয়াব অন্য স্থানে আদায় করা নামাজের চেয়ে হাজারগুন বেশী। আমি তাঁকে প্রশ্ন করলাম; হে আল্লাহ্র রাসূল! কেউ যদি সেখানে যেতে সক্ষম না হয়! তাহলে সে কী করবে? এই কথা শুনে রাসূলুল্লাহ (সঃ) বললেন, তাহলে সেখানে উপহার হিসেবে জয়তুন তেল (জ্বালানী) পাঠাও যেন তাঁরা বিভিন্ন পবিত্র রজনীতে আলো জালাতে পারে। কেউ যদি এই কাজ করে তাহলে সে সেখানে নামাজ আদায় করার ও যিয়ারত করার সাওয়াব পাবে। (তাখরীজ কুতুবুত সিত্তাহ: আবূ দাঊদ ৪৫৭, আহমাদ ২৭০৭৯)