আমাদের সম্পর্কে

Need help? Contact me

+1 2345 678 or info@example.com

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

বাংলা ভাষাভাষী মানুষের নিকট বায়তুল মাকদিসের চেতনাকে উজ্জীবিত করা

বায়তুল মাকদিস আমাদের প্রথম কিবলা। আমাদের ইমামত লাভের স্থান। কুদস কোন স্থানের নাম নয়, কুদস আমাদের অস্তিত্বের অংশ। কিন্তু দীর্ঘ উপনিবেশিক শাসন এবং চলমান বুদ্ধিবৃত্তিক উপনিবেশিক যুগে বায়তুল মাকদিস আমাদের অস্তিত্বের অংশ থেকে পরিবর্তিত হয়ে শুধুমাত্র ফিলিস্তিনি জাতির স্বাধীনতা আন্দোলনে রুপ লাভ করেছে। এরুপ পরিস্থিতিতে বায়তুল মাকদিসকে ফিলিস্তিনি জাতির স্বাধীণতা আন্দোলন থেকে বের করে এনে আমাদের অস্তিত্বের অংশ হিসেবে বাংলা অঞ্চলের সকল মুসলমানদের কাছে উপস্থাপন করা এবং মুসলিম উম্মাহকে চিন্তাগত জায়গায় বিভিন্ন জাতিগত বিভাজন থেকে মুক্ত করে ঈমানের ভিত্তিতে পুনরায় ঐক্যবদ্ধ হয়ে বায়তুল মাকদিসকে পুনরুদ্ধারের চেতনাকে ছড়িয়ে দেওয়া।

ফাউন্ডেশন টিম

আকিব আহমেদ

প্রেসিডেন্ট

আব্দুর রহমান জামি

ভাইস প্রেসিডেন্ট

জুনায়েদ হোসাইন

সেক্রেটারি জেনারেল

আফজাল হোসাইন আবির

সহকারী সেক্রেটারী জেনারেল

মুসলেহা বিনতে জামান

সহকারী সেক্রেটারী জেনারেল

সাব্বির হাসান সিফাত

প্রচার ও মিডিয়া সম্পাদক

নাজমুস সাদ

অফিস সম্পাদক

মাকসুদুর রহমান

গবেষণা সম্পাদক

আব্দুর রহমান সাদ

অর্থ সম্পাদক

জোবাইদা জাফরিন মুনা

শিশুকল্যাণ সম্পাদক

মুনিয়া জামান

সহকারী শিশুকল্যাণ সম্পাদক

আহমেদ গালিব

নির্বাহী সদস্য

আতিক ফয়সাল ফারদিন

নির্বাহী সদস্য

কুদসের চেতনা সকলের কাছে পৌছে দেওয়ার লক্ষ্যে

আমাদের কার্যক্রমসমূহঃ

সকল স্তরের মানুষের কাছে বায়তুল মাকদিসের শিক্ষাকে পৌঁছে দেওয়া।

ধারাবাহিক ম্যাগাজিন, স্বারক, কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদি মূলক প্রকাশনী প্রকাশ করা।

বায়তুল মাকদিস সম্পর্কিত দেশীয় ও আন্তর্জাতিক কনফারেন্স, সিম্পোজিয়াম, এবং সেমিনারের নিয়মিত আয়োজন করা।

বায়তুল মাকদিস নিয়ে ডকুমেন্টারি তৈরী ও প্রকাশ করা।

অনলাইন ও অফলাইন প্রতিযোগিতার আয়োজন করা। (বায়তুল মাকদিস সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা,লিখন প্রতিযোগিতা,ছবি অঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি।)

শিশুদের কাছে বায়তুল মাকদিসের শিক্ষাকে তুলে ধরার লক্ষে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করা।

প্রতি রমজানে বায়তুল মাকদিসে অবস্থানরত মুসলমানদের কাছে আমাদের ভালোবাসার প্রতীক হিসেবে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া।

বাংলাদেশে অবস্থানরত ফিলিস্থিনি মুসলিম শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্যারিয়ার গঠন কেন্দ্রিক সহায়তা প্রদান করা।

বায়তুল মাকদিসের সাথে আমাদের ঈমানী মিলবন্ধন সৃষ্টির লক্ষে বাংলা অঞ্চলের সকল মানুষের কাছে নিয়মিত বায়তুল মাকদিসের খবরাখবর পৌছে দেওয়া এবং জাকজমক ভাবে কুদুস সপ্তাহ ও উল্লেখযোগ্য দিবস সমূহ পালন করা।